Logo

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায় বাংলাদেশ। দ্বিপক্ষীয় নানা বিষয়ে সম্পর্কের মাত্রা বাড়াতে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে আগামী ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালে সর্বশেষ ঢাকা থেকে প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় সফর হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে।

প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে ৭টি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে বিনিয়োগ চাওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ব্রুনাইয়ের সক্রিয় সমর্থন চাইবে বাংলাদেশ।