Logo

সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সংযত হওয়া জরুরি : অধ্যাপক শাহেদা

সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সংযত হওয়া জরুরি : অধ্যাপক শাহেদা

শিক্ষাবিদ অধ্যাপক শাহেদা বর্তমান রাজনীতি নিয়ে বলেছেন, নির্বাচন নিয়ে নতুন করে বলার কিছু নেই। জনগণ যাদেরকে ভোট দেয় তারাই ক্ষমতায় বসবে। বর্তমানে যে ধরনের খুন-খারাপি হচ্ছে এটি না হলে ভালো হতো। কোনো দল এটির থেকে বাদ নেই। সব দলই এই খুন-খারাপির সঙ্গে জড়িত। সবাই সমান তালে মারপিট করছে। এটি থেকে  উত্তরণ পেতে হলে সব রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে। প্রশাসন দিয়ে তো আর মারপিট ঠেকানো যায় না। কেউ যদি মারপিট করতেই চায় তাহলে প্রশাসন তো এটি ঠেকাতে পারে না।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি দল এবং বিরোধী দলগুলোর সংযত হওয়া উচিত। তবে তৃতীয় পক্ষ বা বাইরের উস্কানিও রয়েছে এই নির্বাচন বানচাল করার জন্য। তৃতীয় পক্ষ এসে পড়লে সেটি কারো জন্য সুখকর হবে না। তাই সবার উচিত হবে তৃতীয় পক্ষের ফাঁদে পা না দেয়া। একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।