Logo

ভুল থেকে শিক্ষা নিয়ে সংসদে আসুন, বিএনপিকে নাসিম

ভুল থেকে শিক্ষা নিয়ে সংসদে আসুন, বিএনপিকে নাসিম

 জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিকে উদ্দেশ করে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মাথা গরম করে অনেক ভুল করেছেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করা সবারই উচিত। আমাদেরও যেমন উচিত, ওদেরও উচিত। বলতে চাই, আপনারা পার্লামেন্টে আসুন। সংসদে আসুন। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আপনারা রাখুন।’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গমাতা পরিষদ আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদে যোগ দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ না হারানোর কথাও বলেন তিনি। ঐক্যফ্রন্ট ও বিএনপিকে নাসিম বলেন, ‘৭৩, ৭০ সালে বঙ্গবন্ধুর মতো, এত বড় বিশাল ব্যক্তিদের সামনে কিন্তু মাত্র কজন বিরোধী দলের সদস্য ছিল। এই পার্লামেন্টে অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছেন, আপনারা জানেন। কিন্তু তারপরও কিন্তু একজন সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম হয়েছিল, মনে রাখতে হবে আপনাদের।’ একই সঙ্গে বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ তৈরিতে সরকারি দলের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা। দেশবিরোধী চক্রান্ত এখনো বন্ধ হয়নি বলে উল্লেখ করেন মোহাম্মদ নাসিম। তিনি ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, ‘সংসদে কয়টি আসন থাকল তা নয়; কতটা গঠনমূলক বিরোধিতা করা গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’