Logo

বইমেলায় তরুণদের জন্য নির্বাচিত ১০টি  আত্ম-উন্নয়নমূলক বই

বইমেলায় তরুণদের জন্য নির্বাচিত ১০টি  আত্ম-উন্নয়নমূলক বই

বাংলা একাডেমির মহান একুশে বইমেলা বাঙালির নগর সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। বাংলা একাডেমির চত্বর ছাপিয়ে সরওয়ার্দি উদ্যানের বিশাল ক্যানভাসে বইমেলার নান্দনিকউৎসবের আয়োজনের পাশাপাশি প্রকৃতিতেও বসন্তের দোলা শুরু হয়। সবকিছু মিলে একুশে বইমেলা পরিণত হয়বাঙালির প্রাণের মেলায়। আর এই প্রাণের মেলার প্রধান অংশীজনেরাইহলো তরুণ। যাদের মধ্যে বেশিরভাগই হয় কবি অথবা কবিতার প্রতি কাতর। আমাদের এই ভাটির দেশের মানুষ জীবনে অন্তত একবার কবি হয়ে ওঠে এবং তা অবশ্যই এই তারুণ্যেরউৎসবমুখর সময়কালে। এ সময় সৌখিন কবিরা গাঁটের পয়সা খরচ করে হলেও একটি কবিতার বই বের করার চেষ্টা করেন এবং তা অবশ্যই বইমেলায়।

তাই বলা যায়, একুশেরবইমেলাকে কেন্দ্র করে সকল সৌখিন এবং জাত কবিদের কাব্য বোনার স্বপ্ন পাখা মেলে। অনেকের স্বপ্ন থাকে প্রিয়জনদের সাথে নিয়ে সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করার,প্রিয়জনের হাতে নিজের সদ্য প্রকাশিত বইখানা তুলে দেয়ার, আবার অনেকের স্বপ্ন থাকে প্রিয়জনের হাতে নিজের পছন্দের একটি বই তুলে দেয়ার। আসলে উপহার হিসেবে বইয়ের কোনতুলনাই হয় না।