Logo

পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে মারলো বাবা-মা!

পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে মারলো বাবা-মা!

পরকীয়ার জেরে অরবিন্দ কুমার চৌরাশিয়া (২৮) নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। 
গত সোমবার ভারতের বিহার রাজ্যে খাগড়িয়া জেলায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সেই বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কিছুদিন আগে চৌরাশিয়ার সঙ্গে তার স্ত্রীর বিবাহ-বিচ্ছেদ হয়। একইসঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে বাবা মায়ের সঙ্গে প্রায় অশান্তি লেগেই থাকতো।
ঘটনার দিনও বিষয়টি নিয়ে বাড়িতে আবারও অশান্তি শুরু হয়। এ সময় ছেলেকে বেত দিয়ে চরম প্রহার করেন তার বাবা-মা। এতে করে সেখানেই তার মৃত্যু হয়।
খাগড়িয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার পি কে ঝা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মহেশখুন্ত থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ