Logo

নাইজেরিয়ায় স্কুলভবন ধস, চাপা পড়েছে শতাধিক

নাইজেরিয়ায় স্কুলভবন ধস, চাপা পড়েছে শতাধিক

নাইজেরিয়ার লেগোস দ্বীপে প্রাথমিক বিদ্যালয় থাকা একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ওই ভবনের উপরের তলায় অবস্থিত ওই বিদ্যালয়ে শতাধিক শিশু পড়ত। ঘটনার পর আট শিশুর মরদেহসহ ত্রিশের বেশি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া শিশুসহ আবাসিক মানুষদের উদ্ধারের চেষ্টা করছে দমকল বাহিনী। তবে তাদের বেশিরভাগেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে দ্বীপের ‍ইতা ফাজি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম ফারিনলোই।

মোহাম্মদ মুফতি নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, ভবনটি ধ্বসে পড়ার আগে দীর্ঘক্ষণ ধরে কাঁপছিল।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকর্মীরা কয়েকটি শিশুকে বের করে আনছেন।

তারা ধসে পড়া ভবনের পিলার, কংক্রিটের বিশাল স্ল্যাব এবং দুমড়েমুচড়ে যাওয়া ধাতবখণ্ড সরিয়ে শিশুদের বের করে আনার চেষ্টা করছেন। ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গির্জার ছাদ ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও দেশটিতে প্রায় সময়ই ছোট খাটো ধসের ঘটনা ঘটে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।