Logo

চীনে মসজিদ রক্ষায় মুসলমানদের বিক্ষোভ

চীনে মসজিদ রক্ষায় মুসলমানদের বিক্ষোভ

চীনের পশ্চিমাঞ্চলে একটি মসজিদকে ভেঙ্গে দেবার হাত থেকে রক্ষা করতে শতশত মুসলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানান, নিংজিয়া এলাকায় নবনির্মিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদ তৈরির সময় যথাযথ অনুমোদন নেয়া হয়নি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, মুসলিমসহ ২০ লাখ উইঘুর সম্প্রদায়কে চীনে গোপন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের
একজন মুসল্লি বলেন, তারা সরকারকে এ মসজিদ স্পর্শ করতে দেবেন না। গত ৩ আগস্ট চীনের সরকার নোটিশ জারি করে বলে, মসজিদটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ছিল না এবং নির্মাণের অনুমোদন নেই। নোটিশটি মুসলিমরা নিজেদের মধ্যে অনলাইনে শেয়ার করে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের সামনে জড়ো হন। অনেকে প্রশ্ন তোলেন, দুই বছর ধরে মসজিদটি তৈরি করার সময় কর্তৃপক্ষ কেন প্রশ্ন তুলেনি?
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গতকাল জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে, চীনে মুসলমান ও নৃতাত্ত্বিক গোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের ২০ লাখ মানুষকে গোপন রাজনৈতিক ক্যাম্পে আটকে রাখা হয়েছে। কাউন্সিলের সদস্য গে ম্যাকডুগাল এই তথ্য জানান। তবে চীন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।