Logo

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর থেকে কুয়াশার প্রার্দুভাব এতটাই বেশি ছিলো যে খুব কাছের কোনো বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।