Logo

গুঁড়িয়ে দেয়া হলো আ.লীগ নেতার স্থাপনা

গুঁড়িয়ে দেয়া হলো আ.লীগ নেতার স্থাপনা

রাজধানীর পাশের তুরাগ নদ দখলমুক্ত করতে অব্যাহত উচ্ছেদ অভিযানে এবার ভাঙা পড়ল স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ির একাংশ। মোহাম্মদপুরের ‘ঢাকা উদ্যান’ এলাকায় অবৈধভাবে নির্মিত অংশটুকু ভেঙে দেয় উচ্ছেদ অভিযান পরিচালনাকারী বিআইডাব্লিউটিএ।

মঙ্গলবার সকালে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের প্রথম দিনের অভিযান শুরু হয় ‘ঢাকা উদ্যান’ এলাকা থেকে। শুরুতেই ভাঙা পড়ে আওয়ামী লীগ নেতা মনির হোসেনের বাড়ি। তিনি আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি।

ভবনের উচ্ছেদকৃত অংশে একটি দোকান ও বাগান ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে উচ্ছেদ অভিযানের প্রথম পর্যায়ে মোট ১২ কার্যদিবসে এক হাজার ৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙা পড়ে। এছাড়া বিটিসিএল ভবন, দুদকের আইনজীবীর বাড়ি, বেসরকারি টেলিভিশন চ্যানেলের গোডাউনসহ বেশ কিছু অবৈধ স্থাপনাও ভাঙা হয়। আমিন-মোমিন হাউজিং নামে রাজউকের ঠিকাদারের অবৈধ হাউজিংও উচ্ছেদ করে বিআইডাব্লিউটিএ।

দ্বিতীয় পর্যায়ে মোট ১২ কার্যদিবস উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডাব্লিউটিএ। এরপর শুরু হবে তৃতীয় পর্যায়ের উচ্ছেদ। এবারের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর ৩০ কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।