Logo

খুলনায় চাঁদাবাজির অভিযোগে নারীসহ দুই পুলিশ কর্মকর্তা আটক

খুলনায় চাঁদাবাজির অভিযোগে নারীসহ দুই পুলিশ কর্মকর্তা আটক

নগরীর নিরালা এলাকায় সনজিৎ শীল নামক এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদেরকে সদর থানায় রাখা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (আরডিসি) শেখ মনিরুজ্জামান মিঠু।

তিনি জানান, ব্যবসায়ী সনজিতের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ হাজার টাকা আদায়সহ ভয়ভীতির প্রাথমিক সত্যতা মিলেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ এবং গল্লামারী পুলিশ বক্সের এএসআই মিরানকে আটক করা হয়েছে। এ সময় তাদের সহযোগী হিসেবে ফাতেমা বেগম নাকে এক নারীকেও আটক করা হয়েছে।