Logo

আজকের জোকস : স্বামীর কথা কারও স্ত্রীই শোনে না

আজকের জোকস : স্বামীর কথা কারও স্ত্রীই শোনে না

স্বামীর কথা কারও স্ত্রীই শোনে না

স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণে নারী প্রশিক্ষক বললেন-
নারী : যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে, তবে...
পুরুষ : তবে কী?
নারী : এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই। 
পুরুষ : কেন?
নারী : স্বামীর কথা আসলে কারও স্ত্রীই ঠিকমতো শোনে না।

কোনটা তোমার বেশি পছন্দ?

সন্ধ্যার মুহূর্তে স্বামী-স্ত্রীর আড্ডা চলছে-
স্ত্রী : আমার সৌন্দর্য না আচার-ব্যবহার কোনটা তোমার বেশি পছন্দ?
স্বামী : আমার তো তোমার ঠাট্টা করার এই কায়দাটা খুবই পছন্দ। অনেক মজা পাই।

বাসায় আইলে তোরে দেখাইতাছি
সেলফোনে স্ত্রী বলছে স্বামীকে- 
স্ত্রী : জানু কী করছ?
স্বামী : আর বলো না সুইটহার্ট। কাজের চাপে দম বের হওয়ার অবস্থা। তার ওপর বস ডাকছে জরুরি মিটিংয়ে। এদিকে কম্পিউটার ডিস্টার্ব দিতেছে, তিন মাসের রেকর্ড গায়েব। টেনশনে মগজ ফুটতেছে খইয়ের মতো। ওই দিকে ফরিদ আবার পরকীয়ায় জড়াইছে জানতে পাইরা ভাবি সুইসাইডের হুমকি দিছে। আচ্ছা বাদ দেও এইসব। তোমার খবর বলো? কোথায় কী করতেছ?
স্ত্রী : আমি রেস্টুরেন্টে তোর পেছনের সিটে বসে বার্গার খাচ্ছি আর তোর সঙ্গে তোর নারী কলিগের খোশগল্প মোবাইলে ভিডিও করতেছি। চাপাবাজ, মিথ্যুক কোথাকার! আইজকা বাসায় আইলে তোরে দেখাইতাছি।


ঘটনাপ্রবাহ : জোকস